অমরনাথ যাত্রা: অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টি কমপক্ষে ১৫ জনের মৃত্যু, চলছে এয়ার লিফটিং

নিউজ ডেস্কঃ জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির ফলে অমরনাথ-যাত্রীদের মধ্যে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনডিআরএফের একটি দলকে পবিত্র গুহার কাছে মোতায়েন করা হয়েছিল। তারাই তাত্ক্ষণিকভাবে উদ্ধার কাজে হাত লাগায়। এনডিআরএফ-এর ডিজি অতুল কারওয়াল জানান, এ পর্যন্ত ১৫ জনের হতাহতের খবর পাওয়া গেছে। ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এবং এসডিআরএফ দল ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অমরনাথ গুহা থেকে দু'কিলোমিটার দূরে মেঘভাঙা বৃষ্টি হয়েছে। 

জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিচু এলাকায় মেঘ ফেটে পড়ায় তীব্র জলস্রোত নেমে আসতে শুরু করে। ভেসে যায় পূন্যার্থীদের তাবু। এ সময় অনেকেই ভেসে যান জলের তোড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। আহতদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের এয়ারলিফট করা হচ্ছে। আইটিবিপি-র তরফে জানানো হয়েছে, 'কিছু মানুষের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এর আগে ২০১৮ সালেও অমরনাথ যাত্রার সময় মেঘ ভাঙায় পাঁচ ভক্তের মৃত্যু হয়েছিল। বেস ক্যাম্প বালতাল থেকে পবিত্র গুহার দিকে যাওয়ার পথে বারারিমার্গ এবং রেলপাথ্রির মধ্যে ভূমিধসের কারণে এই ঘটনা ঘটে। 

শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড সমস্ত ভক্তদের সংযত থাকতে বলেছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, যেখানেই যাত্রী থাকবেন, তাঁরা যেন নিরাপদ জায়গায় থাকেন। সেনাবাহিনী, এনডিআরএফ সহ সমস্ত আধাসামরিক বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ভয়ের পরিবেশ তৈরি না করে সতর্ক থাকুন। এদিকে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে অমরনাথ গুহায় মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা সম্পর্কে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে শাহ জানিয়েছেন, এনডিআরএফ, এসডিআরএফ, বিএসএফ এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নেমেছে। মানুষের জীবন বাঁচানোই আমাদের অগ্রাধিকার।

গতকালই সিআরপিএফ-এর কড়া নিরাপত্তার মধ্যে দক্ষিণ কাশ্মীরে ৩,৮৮০ মিটার উচ্চতায় পবিত্র অমরনাথ গুহা দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৫,০০০-এরও বেশি তীর্থযাত্রীর একটি দল ৷ ২৪২টি গাড়িতে মোট ৫,৭২৬ জন তীর্থযাত্রী এখানে ভগবতী নগর যাত্রী নিবাস ছেড়েছেন, যার মধ্যে ৪,৩৮৪ জন পুরুষও রয়েছেন ৷ । এর মধ্যে ১,১১৭ জন মহিলা, ৫৭ জন শিশু, ১৪৩ জন সাধু, ২৪ জন সাধ্বী এবং একজন রূপান্তরকামী রয়েছেন। গত ৩০ জুন দক্ষিণ কাশ্মীরের পহেলগামের ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার নুনওয়ান রুট এবং মধ্য কাশ্মীরের গান্ডেরবালে ১৪ কিলোমিটার বালতাল রুটের মধ্য দিয়ে বাবা বারবানির দর্শনের জন্য ৪৩ দিনের বার্ষিক যাত্রা শুরু হয়।
5-Helpline numbers : NDRF : 011-23438252 011-23438253 Kashmir Divisional Helpline : 0194-2496240 Shrine Board Helpline : 0194-2313149
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad