জাল তুলতেই মিললো ২৫ কেজির বাগাড় মাছ

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ শেষ রাতে জাল তুলতেই মিললো ২৫ কেজির বাগাড়। বাংলাদেশের রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনার ৭নং ফেরিঘাটের নিচু এলাকা থেকে ২৪ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। রবিবার (১৭ জুলাই) ভোররাতে জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। জেলে জয়নাল সরদার জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে তিনি পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান। রাতে কোনও মাছ না ধরা পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। হঠাৎ ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কায় তারা বুঝতে পারেন বড় কোনও মাছ ধরা পড়েছে। পরে জালটি টেনে তুলতেই দেখেন বিশাল আকৃতির বাগাড় মাছটি ধরা পড়েছে। পরে মাছটি সকাল ৭টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে নিয়ে আসেন। শাহজাহান শেখ মাছটি এক হাজার ১শ’ টাকা প্রতি কেজি দরে ২৭ হাজার ১৭০ টাকায় কিনে নেন। শাহজাহান বলেন, আমার দোকানে মাছটি বিক্রির জন্য আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৭ হাজার ১শ’ ৭০ টাকায় কিনে নিয়েছি। মাছটি বিক্রির জন্য ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজি ১২শ’ টাকা হলে বিক্রি করবো।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad