ভোরেই ভুবনেশ্বর থেকে রওনা, ইডি দপ্তরে পার্থ-অর্পিতাঃ শুরু হবে জেরা


নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ
ভুবনেশ্বর এ আই এম এস এর পক্ষ থেকে পার্থকে ভর্তি করারা প্রয়োজন নেই এবং তার কোন জটিল রোগ নেই জানিয়ে দেওয়ার পর পার্থকে কলকাতায় ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়। কিন্তু ইডি প্রতিনিধিরা অপেক্ষা করছিলেন হাইকোর্টের রায় এর উপর। পার্থ-অর্পিতাকে ইডি ঠিক কতদিন হেফাজতে পাচ্ছে, সেটা সন্ধ্যা পর্যন্ত আদালাত না জানানোয় তাদের অপেক্ষা করতে হচ্ছিল। পরে রাত ১১ টা নাগাদ আদালতের নির্দেশে ৩ আগস্ট পর্যন্ত অভিযুক্ত ২ জনকে হাতে পায় ইডি। সেইমতো আজ ৭ টার মধ্যেই পার্থকে ভুবনেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসা হয় বিমানে। পার্থ যাবার সময় হুইল-চেয়ারে করে বিমানবন্দরের গাড়িতে উঠলেও, আজ হেটেই গাড়িতে ওঠেন। জানা গেছে, ইডি আজ পার্থ চট্টোপাধ্যায়ের জন্য একগুচ্ছ প্রশ্নবান প্রস্তুত করেছে। কিন্তু, ইডির দাবি, পার্থবাবু ও অর্পিতা তাদের সঙ্গে সহযোগিতা করছেন না। ছবি সৌজন্যঃ এ এন আই
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad