হরিয়ানা: অবৈধ খনি মাফিয়ারা গাড়ি চাপা দিয়ে খুন করলো ডিএসপি সুরেন্দ্র সিংকে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ হরিয়ানার গুরুগ্রামে এক ডাম্পারের ধাক্কায় মারা গেলেন ডি এস পি সুরেন্দার সিং। তিনি তাওয়াদু অবৈধ খনন বন্ধ করার জন্য সদর থানার অধীনে থাকা পাচগাঁওয়ের আরাভালি পাহাড়ে গিয়েছিলেন। আজ দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ তার মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ডিএসপি সুরেন্দ্র সিংকে অবৈধ খনি মাফিয়ারা পিষে হত্যা করেছে। সোমবার গুগুগ্রামের কাছে নূহের পাচগাঁওয়ের কাছে তাকে হত্যা করে। ডিএসপি ঘটনাস্থলেই মারা যান এবং তার দেহটি একটি খোলা ডাম্পস্টারে পাওয়া যায়। শীঘ্রই ডিএসপি-র অবসর নেওয়ার কথা ছিল বলে সূত্রের খবর। ডিএসপি একটি খবর পেয়ে মেওয়াট এলাকায় যেখানে অবৈধ খনন হচ্ছিল, সেখানে যান। ওই এলাকা থেকে পাথর সরানোর কাজ হচ্ছিল। ডিএসপি বাধা দেওয়ার চেষ্টা করলে, ট্রাক চালক তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছবিঃ এফ পি যে 
উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ডঃ বিক্রম সিং এই দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে এক টিভি চ্যানেলে একাধিক প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, বালি মাফিয়ারা কেন এতটাই ক্ষমতাশালী হয়ে উঠেছে যে একজন ডিএসপিকে হত্যা করার দুঃসাহস দেখাতে পারে? মাফিয়াদের জন্য গুরুতর পরিণতি হওয়া উচিত এবং আইপিসি ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩০২, ২০১ এর ধারায় শাস্তি হওয়া উচিত যাতে তারা আজীবনের জন্য কারাগারে থাকে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad