মধ্যপ্রদেশের ধর-এ ব্রিজ রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ল রোডওয়েজ বাস, মৃত ১৩, উদ্ধার ১৫

ভয়েস ৯ নিউজ ডেস্কঃ মধ্যপ্রদেশের ধর জেলার ইন্দোর থেকে পুনে যাওয়ার পথে মহারাষ্ট্র রোডওয়েজের একটি বাস খালঘাট এলাকায় একটি সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ে যায়। এ পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। চলছে উদ্ধার ও ত্রাণের কাজ ৷ বৃষ্টির মধ্যেই ভরা নদী থেকে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, বাসটি নদীতে পড়ার খবর পাওয়া মাত্রই প্রশাসনকে দ্রুত পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে৷ ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসন। ঘটনাস্থলে প্রয়োজনীয় রসদ পাঠানোর পাশাপাশি এসডিআরএফ পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ইন্দোরের খারগোনের জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধামনোদের কাছে খালঘাটে ইন্দোর থেকে পুনেগামী মহারাষ্ট্র সরকারের 'এসটি' বাসটির নর্মদা নদীতে পড়ে যাওয়া একটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক দুর্ঘটনা। সমস্ত দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। সব ধরনের উদ্ধার কাজ চলছে। ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad