প্রবীণ নাগরিকরা আর রেল ভাড়ায় ছাড় পাবেন না। জানিয়ে দিল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ কম ভাড়ার কারণে বারবার রেল মন্ত্রক ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাই আর মন্ত্রক রেলে ছাড় দিতে পারবে না বলে জানিয়ে দিল কেন্দ্র। তবে সংসদ সদস্য (এমপি) এবং প্রাক্তন এমপিদের জন্য ট্রেনের টিকিটে ভর্তুকি অব্যাহত রেখেছে রেল-মন্ত্রক। আর টি আই এর মাধ্যমে এই তথ্য সামনে এসেছে। উল্লেখ্য, ভারতীয় রেল ২০২০ সালের মার্চ মাসে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় প্রত্যাহার করে নিয়েছিল। এর ফলে, রেলে যাতায়াত করা প্রবীণদের টিকিটে ছাড় পাওয়ার আশা শেষ হয়ে গেল। সরকার তাদের প্রাপ্ত ৫০ শতাংশ ছাড় পুনরায় চালু করার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে। শুধুমাত্র বিশেষ ক্যাটাগরির মানুষদের জন্য পুনরায় ভাড়া ছাড়ের সুবিধা চালু করা হয়েছে। এর মধ্যে দিব্যাঙ্গদের ৪ টি বিভাগ, ১১ টি বিভাগের রোগী এবং শিক্ষার্থী রয়েছে। রেল মন্ত্রক একটি আরটিআই-এ জানিয়েছে, বেশিরভাগ ক্লাসে যাত্রী ভাড়া খুবই কম। এতে আরও বলা হয়েছে যে ভারতীয় রেলওয়ের যাত্রী বিভাগটি বিভিন্ন শ্রেণীর যাত্রীদের কম ভাড়া এবং ছাড়ের কারণে বারবার ক্ষতির সম্মুখীন হয়েছে। রেল দপ্তর একটি আরটিআইয়ের জবাবে জানিয়েছে, ছাড় দেওয়ার ফলে রেলের উপর খরচের বোঝা বাড়ছে। তাই প্রবীণ নাগরিক সহ সমস্ত শ্রেণীর যাত্রীদের ছাড়ের সুযোগ বাড়ানো সম্ভব নয়। তবে, ভারতীয় রেল প্রতিবন্ধী ব্যক্তিদের চারটি বিভাগ, এগারো শ্রেণীর রোগী এবং শিক্ষার্থীদের ভাড়ায় ছাড় অব্যাহত রেখেছে।
রেলওয়ে বিভিন্ন ধরণের ট্রেন পরিষেবা পরিচালনা করে যেমন গরিব রথ, রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, গতিমান, তেজস, হামসফর ইত্যাদি। ফলে, সিনিয়র সিটিজেনসহ সকল যাত্রী তাদের ক্ষমতা অনুযায়ী সেই ধরণের টেন বেছে নিতে পারবেন। এছাড়া, বিভিন্ন ভাড়া কাঠামোয় প্রথম শ্রেণির এসি, ২য় এসি, ৩য় এসি, তৃতীয় এসি, এসি চেয়ার কার, স্লিপার ক্লাস, সেকেন্ড ক্লাস সংরক্ষিত/অসংরক্ষিত ইত্যাদি বিভিন্ন ভাড়া কাঠামোয় পাওয়া যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad