কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা নেতা গ্রেপ্তার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: কক্সবাজারের টেকনাফ লেদা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে চারটি দেশীয় অস্ত্রসহ একজন রোহিঙ্গা নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। গ্রেপ্তার রোহিঙ্গা টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া লেদা মোচনী এইচ ব্লকের ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর রশিদের ছেলে জাফর আলম (৩৬)। র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) কর্মকর্তা মোঃ বিল্লাল উদ্দিন বলেন, শনিবার দক্ষিণ লেদা মোচনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন বক্কর মেম্বারের রাস্তার মাথা নামে এলাকায় কিছু সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে বলে আমরা জানতে পারি। এরপর সেখানে অভিযান চালানো হয়। পালানোর চেষ্টা করলে জাফরকে অস্থায়ী বিজিবি ক্যাম্পের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাকে তল্লাশি করে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি থ্রি-কোয়াটার দেশীয় বন্দুক, তিনটি দেশীয় বন্দুক ও রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad