প্রতীকি ছবি
হুগলিতে ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক মানুষ
8/11/2022 06:28:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ হুগলি জেলার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের দোগাচিয়া এলাকার একটি রাস্তার স্টলে ফুচকা খাওয়ার পর ১০০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। জানা গেছে, ওই গ্রামবাসীরা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ডায়রিয়ার লক্ষণ দেখা গেছে। এছাড়া,বমি বমি ভাব এবং পেটে ব্যথাও রয়েছে। খবর পেয়ে স্বাস্থ্য দফতরের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে রোগীদের ওষুধ দেয়। গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানায়। যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন দোগাছিয়া, বাহির রানাগাছা ও মাকালতলার বাসিন্দারা।

