জম্মু ও কাশ্মীর: শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত দুই লস্কর-ই-তইবা সন্ত্রাসবাদী

প্রতিকী ছবি

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার জয়নাপোরা এলাকার নাগবাল গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে লস্কর-তইবা সন্ত্রাসী গোষ্ঠীর দুই সদস্য নিহত হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, ভারতীয় সেবনাবাহিনী, সি আই এস এফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে। এলাকাটি ঘিরে যখন পুলিশ ও সেনাবাহিনী তাদের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সন্ত্রাসবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সেনা জওয়ানরাও পালটা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর সন্ত্রাসবাদী ২ জন নিহত হয়। ২০২২ সালে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীর ৮০ টিরও বেশি এনকাউন্টারের সাক্ষী হয়েছে। নিরাপত্তা বাহিনী এই এনকাউন্টারে ১৪০ জনেরও বেশি সন্ত্রাসসবাদীকে হত্যা করেছে, যাদের মধ্যে ৩৫ জনেরও বেশি পাকিস্তানি সন্ত্রাসী ছিল। কাশ্মীরও এ বছর ২০ জন বেসামরিক নাগরিককে হত্যার সাক্ষী ছিল। এছাড়াও বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনী ১৬ জন সৈন্যকে হারিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad