কেকেএসএম ইসলামিক অ্যান্ড আর্টস কলেজের ২ মুসলিম ছাত্র রামায়ণের উপর আয়োজিত কুইজ জিতলেন

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ভারত এক ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশের প্রাচীন সংষ্কৃতিকে সম্মান দেওয়ার দায়িত্ব সকলের। মোহাম্মদ বাসিথ এম এবং মোহাম্মদ জাবির পি ক নামে কেকেএসএম ইসলামিক অ্যান্ড আর্টস কলেজের ২ মুসলিম ছাত্র, রামায়ণের উপর কুইজ জিতেছেন। হিন্দু মহাকাব্যের উপর তাদের পড়াশোনা ও গভীর জ্ঞান সবাইকে অবাক করে দিয়েছে। আকর্ষণ করেছে মিডিয়াকেও। 'রামায়ণ মাস' উপলক্ষে আয়োজিত কুইজের পাঁচ জন বিজয়ীর মধ্যে এই দুজন ছিলেন। মোহাম্মদ বাসিথ এম ও তার সহপাঠী-বন্ধু মোহাম্মদ জাবির পি কে। ওরা জানায়, যদিও তারা শৈশব থেকেই মহাকাব্যটি সম্পর্কে জানত, তারা ওয়াফি কোর্সে যোগ দেওয়ার পরে রামায়ণ এবং হিন্দু ধর্ম সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করতে এবং শিখতে শুরু করে। মোহাম্মদ বাসিথ এম-কের প্রিয় অংশ হলো "অযোধ্যা কান্ড" এর একটি বিশেষ দৃশ্য, যেখানে লক্ষ্মণের ক্রোধ এবং প্রভু রাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাজ্য ও ক্ষমতার মূল্যহীনতা ব্যাখ্যা করেন।
ছবি সৌজন্যঃ রামানন্দ সাগরের রামায়ন সিরিয়াল

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad