পার্থ চ্যাটার্জীর বিরুদ্ধে ক্ষোভ এখন জেলের ভিতরেও, তাকে লক্ষ্য করে হয়েছে অশ্রাব্য ভঙ্গিতে গালিগালাজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ কুনাল ঘোষকে নিয়ে একসময় কিছু ‘বিরূপ’ মন্তব্য করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। কুনাল ঘোষ তার সেই মন্তব্যকে ভুলতে পারেন নি। তাই তার মনের গোপন ক্ষোভ প্রকাশ্যে এসেছে বারে বারে। এ জন্য দল তাকে সতর্কও করে দিয়েছে। জানিয়ে দিয়েছে, তার ব্যাক্তিগত রাগ যেন দলের উপর না বর্তায়। কিন্তু একা কুনাল ঘোষ নন, বা রাজ্যের সাধারণ মানুষ নয়। এক মহিলার তাকে লক্ষ্য করে জুতো ছোড়ার মত বিতর্কিত ঘটনাও নয়। তার বিরুদ্ধে ক্ষোভ এতটাই যে প্রেসিডেন্সি জেলের ভিতরেও তার আঁচ গিয়ে পৌঁছেছে। শুক্রবার জেলের ছোট্ট কুঠুরিতে বিনিদ্র রাত কাটে এই প্রাক্তন হেভিওয়েট নেতা তথা মন্ত্রীর। সূত্রে জানা গেছে, কমোডের উপর বসেই তিনি রাত কাটান। কারন ওই ২ নং সেলে কোনো চৌকি ছিল না। শুতে হলে মেঝেতেই শুতে হতো আর সম্বল বলতে তিনটে কম্বল। পরে, জেল কোড খতিয়ে দেখে তাঁর জন্য বরাদ্দ করা হয় চৌকি।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার সকালে নিজের সেল থেকে বেরিয়ে যখন পার্থবাবু মা কালীর ছবিতে ফুল দিতে যান, তখন, অন্য বন্দিরা 'চোর চোর' বলে চিৎকার করে ওঠেন। তাকে লক্ষ্য করে নান অশালীন মন্তব্য করা হয়। কেউ বারবার বলতে থাকেন- 'দেখ কেমন লাগে।“ কিন্তু পার্থ তা উপেক্ষা করে সোজা চলে যান নিজের সেলের দিকে। আবার সন্ধ্যায় যখন বন্দিদের গণনা করে সেলে ঢোকানো হচ্ছিল, তখন কয়েকজন বন্দি তাঁকে উদ্দেশ্য করে নানা কুরুচিকর অঙ্গভঙ্গি করতে থাকে। এমনকী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম করেও অশালীন মন্তব্য করতে শুরু করে তাঁরা। যদিও সেই কড়া মন্তব্য শুনে সেলে ঢুকে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
জানা গেছে, পার্থবাবুর অনুরোধেই তার জন্য চৌকির ব্যবস্থা করা হয়। দেওয়া হয় একটা অতিরিক্ত কম্বল। এই কম্বলকে মাথার বালিশ করেই এখন ঘুমাতে হচ্ছে, এককালের নং ২ কে, ২ নম্বর সেলের ‘বন্দী। হিসাবে। তবে, এখানে সবকিছুই নিজেকে করতে হচ্ছে। তার পায়ে একটু ফুলোভাব দেখা গেছে। ডাক্তার রা তাকে পর্যবেক্ষণ রেখেছেন। বসানো হয়েছে, তার সেলের বাইরে থেকে ঘর দেখা যায় এমন অবস্থানে সিসিটিভি ক্যামেরা। এখানে তার সময় যেন থমকে গেছে। যিনি সারাদিন ব্যাস্ত থাকতেন মন্ত্রীত্বের কাজে কিংবা দলের কাজে। তিনি এখন প্রায় কর্মহীন। ইডির দেওয়া কয়েকটা সংবাদপত্র আর ম্যাগাজিন। এটাই এখন তার সঙ্গী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad