ক্যানসারে মারা গেল ছত্তীসগঢ়ের চিড়িয়াখানায় সাদা বাঘ 'কিষাণ'

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ  ছত্তীসগঢ়ের দুর্গ জেলার মৈত্রী বাগ চিড়িয়াখানায় 'কিষাণ' নামে নয় বছর বয়সী একটি পুরুষ সাদা বাঘ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে বলে বুধবার চিড়িয়াখানার এক আধিকারিক জানিয়েছেন। চিড়িয়াখানাটি রায়পুর থেকে ৩৫ কিলোমিটার দূরে ভিলাই শহরে অবস্থিত। চিড়িয়াখানার ওই আধিকারিক জানিয়েছেন, কিষানকে মৈত্রী বাগের পশুচিকিৎসক এবং দুর্গের আঞ্জোরা ভেটেরিনারি হাসপাতালের বন্যপ্রাণী বিশেষজ্ঞদের অধীনে ক্যান্সারের জন্য চিকিত্সা করা হয়েছিল। এই ঈউনিটটি দেখাশোনার দায়িত্বে আছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (সেল) ফ্ল্যাগশিপ ইউনিট ভিলাই স্টিল প্ল্যান্ট (বিএসপি)। এক জোড়া সিংহের বিনিময়ে গুজরাটের রাজকোট চিড়িয়াখানায় দেওয়া হয়েছিল পাঁচটি সাদা বাঘের শাবকের মধ্যে তিনটিকে। বর্তমানে মৈত্রী বাঘ চিড়িয়াখানায় পাঁচটি সাদা বাঘ রয়েছে। ওই আধিকারিক আরও বলেন, চিড়িয়াখানা কর্তৃপক্ষ সাদা বাঘের প্রজনন পুনরায় চালু করার পরিকল্পনা করছে। কিশানকে মৈত্রী বাগের পশুচিকিৎসক এবং দুর্গের আঞ্জোরা ভেটেরিনারি হাসপাতালের বন্যপ্রাণী বিশেষজ্ঞদের অধীনে ক্যান্সারের জন্য চিকিত্সা করা হয়েছিল। বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে কিষাণের ময়নাতদন্ত করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় কিষাণের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। কিষাণ এর বাবা ও মা হল সুন্দর (বাঘ) এবং কমলা (বাঘিনী)। ২০১৬ সালে মৃত্যুর আগে কমলা তার জীবনে পাঁচটি শাবকের জন্ম দিয়েছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad