বর্ধমানঃ শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে ডাকা সিপিআইএম এর আইন অমান্য কর্মসূচি শেষপর্যন্ত রণক্ষেত্র পরিণত হল

নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ বুধবার শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে ডাকা সিপিআইএম এর আইন অমান্য কর্মসূচি শেষপর্যন্ত রণক্ষেত্র হয়ে উঠল। কার্জেন গেট চত্বরে দফায় দফায় সিপিআইএম এর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়, পুলিশ পালটা লাঠিচার্য করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটায়। জানা গেছে, আজ সিপিআইএম বর্ধমানে আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল শিক্ষক দূর্নীতির বিরুদ্ধে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা শাসকের অফিস ঘেরাও করতে যায় কয়েকশো সিপিএম কর্মী। মিছিলকারীদের আটকাতে কার্জন গেটে ব্যারিকেড তৈরি করেপুলিশ। কিন্তু, মিছিলে থাকা কিছু কর্মী আচমকা ওই ব্যারিকড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ আটকাএ গেলে দফায় দফায় সংঘর্ষ হয়। উত্তেজিত কর্মীদের আটকাতে পুলিশ কাদানে গ্যাসের শেল ফাটায়, কিন্তু তাতে কাজ না হওয়ায় পুলিশ লাঠি চার্জ শুরু করে। পাল্টা ইট ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। ইটের আঘাতে জখম হন পুলিশের ৫ কর্মী। এই সময় পুলিশের বেশ কিছ গাড়িও ভাংচুর করে সিপিএম কর্মীরা। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ১০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বিক্ষোভকারীরার বর্ধমান দক্ষিণের বিধায়কের দফতরেও ভাঙচুর চালায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad