পথ কুকুরের সংখ্যায় উত্তরপ্রদেশ প্রথম, দ্বিতীয় ওড়িশা, তৃতীয় মহারাষ্ট্র

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ২০১৯ সালের প্রাণিসম্পদ আদমশুমারি অনুযায়ী উত্তর প্রদেশে দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রাস্তার কুকুর রয়েছে। এই সংখ্যাটা হল ২০,৫৯,২৬১ । আদমশুমারি অনুযায়ী ২০১২ সালে ওড়িশায় ৮৬,২৫২০ টি রাস্তার কুকুর ছিল যা ২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৭,৩৪,৩৯৯ টি।
রাজ্যভিত্তিক তথ্য অনুযায়ী, দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ১২৭৬৩৯৯ টি রাস্তার কুকুর রয়েছে মহারাষ্ট্রে। রাজস্থান ১২৭৫৫৯৬ টি পথকুকুর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে, তারপরে কর্ণাটক। পথ কুকুরের সংখ্যাটা হল ১১৪১১৭৩। পশ্চিমবঙ্গে রয়েছে ১১৪০১৬৫ টি ও মধ্য প্রদেশ ১০০৯০৭৬ টি পথ কুকুর। মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রী পরসোত্তম রূপালা লোকসভায় জানিয়েছেন। কোট্টায়ামের সাংসদ টমাস চাজিকাদান দেশে কুকুরের সংখ্যা নিয়ে যে প্রশ্ন করেছেন, তার লিখিত জবাবে এ কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য, প্রতি ৫ বছর অন্তর রাস্তার কুকুরের সংখ্যার তথ্য গবাদি পশু আদমশুমারির মাধ্যমে সংগ্রহ করা হয়। আদমশুমারি অনুযায়ী, ২০১২ সালের ১৯তম আদমশুমারিতে রাস্তার কুকুরের সংখ্যা ১৭১.৪ লক্ষ থেকে কমে ২০১৯ সালে ২০ তম আদমশুমারিতে ১৫৩.১ লক্ষে নেমে এসেছে। কেন্দ্রিয় মন্ত্রী আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা রাস্তার কুকুরের কারণে নিহতদের ক্ষতিপূরণ দিতে আর্থিক সহায়তার কোনো বিধান নেই।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad