বিবাহিত কন্যারাও ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য: কর্ণাটক হাইকোর্ট
8/12/2022 07:39:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দুর্ঘটনায় বাবা-মাকে হারানোর কারণে বীমা সংস্থাগুলির দেওয়া ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী বিবাহিত কন্যারাও। আজ কর্ণাটক হাইকোর্ট একটি মামলায় রায় দিতে গিয়ে এই কথা বলে। হাইকোর্ট জানায়, সুপ্রিম কোর্ট বলেছে যে বিবাহিত পুত্ররাও এই জাতীয় ক্ষেত্রে ক্ষতিপূরণের অধিকারী। আদালত বিবাহিত পুত্র বা বিবাহিত কন্যা যাই হোক না কেন, কোনও বৈষম্য করতে পারে না এবং তাই, মৃত দের বিবাহিত কন্যারা ক্ষতিপূরণের অধিকারী নয় বলে যে যুক্তি দেওয়া হয়েছে তা গ্রহণ করা যায় না।
বিচারপতি এইচ পি সন্দেশের হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ উত্তর কর্ণাটকের হুব্বালির ইয়ামানুরের কাছে ২০১২ সালের ১২ ই এপ্রিল দুর্ঘটনায় নিহত রেণুকা (৫৭ বছর বয়সী) এর বিবাহিত কন্যাদের ক্ষতিপূরণ প্রদানকে চ্যালেঞ্জ করে একটি বীমা সংস্থার দায়ের করা আপিলের শুনানি করে। ক্ষতিপূরণ চেয়েছিলেন রেণুকার স্বামী, তিন মেয়ে ও এক ছেলে। মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস ট্রাইবুনাল পরিবারের সদস্যদের বার্ষিক ছয় শতাংশ সুদ সহ ৫,৯১,৬০০ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল। বীমা সংস্থাটি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল যে বিবাহিত কন্যারা ক্ষতিপূরণ দাবি করতে পারে না, এবং তারা অন্যের নির্ভরশীলও ছিলেন না।

