প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায় আছেন সাধারণ সেলে, তবে নিরাপত্তা বাড়ানো হয়েছে

নিজস্বপ্রতিনিধি, কলকাতাঃ একসময় তিনি শুতে যেতেন দামী খাটের নরম বিছানায়। সময় আপাতত পাল্টেছে, কাল পর্যন্ত তার স্থান ছিল প্রেসিডেন্সি জেলের ছোট্ট একটা সেলের মেঝেতে। বরাদ্দ ছিল কম্বল। কিন্তু, জেল কোড খতিয়ে দেখে তাঁর জন্য বরাদ্দ করা হয় খাট। ইডির আইনিজীবীরা আদালতে জানিয়েছিলেন অর্পিতা মুখার্জীর প্রাণহানির াশংকা আছে। পার্থর ক্ষেত্রেও তাই নিরাপত্তা ব্যবস্থা একটু আটোসাটো করা হচ্ছে। তার সেলের উপর নজর রাখার জন্য সরাসরি কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আজ তার সেলের দিকে মুখ করে ক্যামেরা বসানোর কথা। যাতে বাইরে থেকে তার সেলের ভিতর পর্যন্ত দেখা সম্ভব হয়। আর একটা বিষয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষয়টা অভিনব। পার্থর সেল বন্ধ রেখে অন্য কয়েদির সেল খোলা হচ্ছে। আবার পার্থর সেলের দরজা খোলার সময় অন্য বন্দীদের দরজা বন্ধ রাখা হচ্ছে। যাতে, বন্দীদের মধ্য থেকে কেউ আচমকা তার দিকে এগিয়ে আসতে না পারে। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, আজ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন জেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার প্রণব কুমার ঘোষ। তিনি আজ জেলের ভিতর এক আইনিজীবীর সঙ্গে পরামর্শও করেন বলে জানা গেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad