পুরীর শ্রীজগন্নাথদেবের মহাপ্রসাদ রান্নার বাসনপত্র ও রান্না-সামগ্রী রাখার ঘরে আগুন

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গত মঙ্গলবার পুরীর শ্রীমন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে খসে পড়েছিল চাঙ্গড়। প্রায় দেড় কেজি ওজনের প্লাস্টারের টুকরোটি ভগবান বলভদ্রের কাছেই ছাদ থেকে খসে পড়ে। এবার শনিবার রাতে শ্রীজগন্নাথদেবের মহাপ্রসাদ রান্নার বাসনপত্র ও রান্না-সামগ্রী রাখার সারা ঘরে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন নিরাপত্তা কর্মী ও মন্দিরের কর্মকর্তারা। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তাদের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তারা। প্রায় এক সপ্তাহের মধ্যে এই দুটি ঘটনা এই মুহুর্তে চর্চার বিষয় হয়ে উঠেছে। ছাদ থেকে চাঙ্গড় খসে পড়া ও আগুন লাগার মধ্যে দৈবিক কোনো ব্যাপার আছে বলে কেউ কেউ মনে করছেন। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) একটি দল সম্প্রতি এই জগন্নাথ মন্দির পরিদর্শন করেছিল।কিন্তু তাদের চলে যাওয়ার পর পরই চাঙ্গড় খসে পড়ার ঘটনা ঘটে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad