স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিষেবা দিতে আইনতঃ বাধ্য রাজ্যের সব বেসরকারী হাসপাতাল ও নার্সিং হোম: বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিনিধিঃ এতদিন বহু হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠত তারা রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডকে গুরুত্ব দিত না, এমনকি স্বাস্থ্যসাথী কার্ডে চিকিতসা পরিষেবা দিতেও চাইতো না। এবার থেকে সে সব আর চলবে না, কারণ রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কার জানিয়ে দিয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে যোগ দেওয়া বাধ্যতামূলক। এই রাজ্যের সব বেসরকারী হাসপাতাল ও নার্সিং হোমকে এবার থেকে সেটা মেনে চলতে হবে। না হলে, পরিষেবা প্রত্যাখ্যানকারী বেসরকারি হাসপাতালের ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট লাইসেন্স নবীকরণ বন্ধ পর্যন্ত করে দিতে পারে সরকার। 

রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট ৭ নম্বর ধারার অধীন ৩ নম্বর উপধারার স্পষ্ট বলা আছে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি যে কোনও প্রকল্পে সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ বাধ্যতামূলক। আর স্বাস্থ্যসাথী যেহেতু রাজ্য সরকারের একটি প্রকল্প, তাই ১০টির বেশি শয্যাযুক্ত সব বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের তাতে অংশ নেওয়া কখনও ঐচ্ছিক হতে পারে না। তা বাধ্যতামূলকই। জানা গিয়েছে কিছু বেসরকারি হাসপাতাল এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad