আজ থেকে ১৫ আগস্ট পর্যন্ত তাজমহল, লালকেল্লা, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ দেশের ৩৫০০ টি স্মৃতিসৌধে বিনামূল্যে প্রবেশ

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ তাজমহল হোক, কিংবা লালকেল্লা। চারমিনার হোক কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজ থেকে ১৫ আগস্ট পর্যন্ত এই সৌধগুলোতে প্রবেশ করতে দিতে হবে না কোন প্রবেশ মূল্য। একেবারে বিনা পয়সায় প্রবেশ করতে পারবেন ভারতের ৩৫০০ টির মতো স্মৃতিসৌধে। আগামী ১৫ আগস্ট দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ। আর এই 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অংশ হিসেবে আজ থেকে শুরু ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশের সমস্ত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-সুরক্ষিত স্মৃতিসৌধ ও স্থানগুলিতে বিনামূল্যে প্রবেশের অনুমতি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি এক টুইট বার্তায় এই কথা বলেছেন। সারা ভারত জুড়ে এএসআই ৩,৫০০ টিরও বেশি স্মৃতিসৌধের দেখভাল করে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং দেশের সংস্কৃতি ও গৌরবোজ্জ্বল ইতিহাস উদযাপনের জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ নিয়েছে। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের তত্ত্বাবধান করছে ভারতের সংস্কৃতি মন্ত্রক।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad