বান্দিপোরায় জঙ্গীরা বিহারের শ্রমিককে গুলি করে হত্যা করলো।




ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
কাশ্মীরের বান্দিপোরায় কাজ করতে আসা এক বিহারী শ্রমিককে গুলি করে হত্যা করেছে। জানা গেছে, গুলিতে ভয়ঙ্করভাবে আহত হন ওই শ্রমিকটি। তাকে স্তানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। জানা গেছে, বিহার থেকে আগত ওই শ্রমিকের নাম মহম্মদ আমরেজ। বান্দিপোরার সোদনারা সুম্বলে জঙ্গীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। আতঙ্কবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর যৌথ বাহিনী। কাশ্মীর জোন পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, "মধ্যরাতে সন্ত্রাসীরা বান্দিপোরার সোদনারা সুম্বলে বিহারের বেসারহ-এর মাধেপুরার, মোহাম্মদ আমরেজ নামে এক অভিবাসী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় এবং আহত করে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মারা যান।"
কীভাবে এই ঘটনা ঘটে সে সম্পর্কে কথা বলতে গিয়ে আমরেজের ভাই সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, "রাত ১২টা ২০ মিনিট নাগাদ আমার ভাই আমাকে জাগিয়ে তোলে এবং বলে যে গুলি বর্ষণ শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম দাদা টয়লেটে গিয়েছেন। আমরা খোজ করতে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি এবং নিরাপত্তা কর্মীদের সঙ্ংযোগাযোগ করি। তাকে হাজিনে নিয়ে আসা হয় এবং পরে রেফার করা হয় কিন্তু তিনি মারা যান।
প্রতীকি চিত্র

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad