স্বাধীনতা দিবসের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হাইব্রিড সন্ত্রাসবাদী

ভয়েস ৯, বুদগাম: স্বাধীনতা দিবসের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হাইব্রিড সন্ত্রাসবাদী। ইউনিট। ধৃত অভিযুক্তের নাম আরশিদ আহমেদ ভাট। তার কাছ থেকে ৫টি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলিসহ বিষ্ফোরক সামগ্রীও পাওয়া গেছে। তার কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে। এই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে ভারতীয় সেনাবাহিনীর ৩৪ আরআর ইউনিট। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর পুলিশ এবং লাওয়াইপুরার ৩৪ আরআর-এর একটি যৌথ দল বুধগ্রাম এলাকায় তল্লাসী অভিযান শুরু করে। তাদের হাতে ধরা পড়ে যায় বুদগামের গাদিহামার বাসিন্দা আরশিদ আহমেদ ভাট। এ ঘটনায় কুলগাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞসাবাদ করে জানা গেছে, ধৃত এলইটি সন্ত্রাসবাদীর সঙ্গে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদীদের ঘনিষ্ট যোগাযোগ ছিল এবং তাকে নাশকতা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া, সন্ত্রাসবাদীর আশ্রয়, রসদ এবং অস্ত্র ও বিস্ফোরক পাচারে সাহায্য করার কাজেও সে জড়িত ছিল বলে জানা গেছে। পুলিশ এখন খতিয়ে দেখছে সে কোন নাশকতা চালানোর ছক কষেছিল কিনা। এর আগে গত ১ মে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (এলইটি) আরেক 'হাইব্রিড' সন্ত্রাসবাদীকে কাশ্মীর থেকে কুলগাম পুলিশসহ ভারতীয় সেনাবাহিনীর ৩৪ আরআর ইউনিট গ্রেপ্তার করেছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad