কাতার এয়ারওয়েজের বোয়িং বিমানের ডানা বিদ্যুতের খুঁটি লেগে জখম হলো

কাতার এয়ারওয়েজের একটি কার্গো বোয়িং ৭৭৭এফ বিমান শিকাগো ও-হেয়ার বিমানবন্দরে যাওয়ার পথে একটি হালকা খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর, খুঁটির কিছু হয়নি, কিন্তু বিমানটির ডানায় ক্ষত সৃষ্টি হয়। এরপর, ক্ষতিগ্রস্ত ডানা নিয়েই বিমানটি আটলান্টা থেকে শিকাগো ও'হেয়ারে পৌঁছেছিল। ছেঁড়া ডানা দিয়ে এ৭-বিএফএইচ হিসেবে নিবন্ধিত বোয়িং ৭এফ-এর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। খুঁটির সঙ্গে বিমানটির ধাক্কা লাগার ছবি টুইটারে শেয়ার করা হয়েছে। ছবিটি টুইটারে শেয়ার করেছেন এম জুলকারনাইন বি নামের এক ব্যবহারকারী। ক্যাপশনে তিনি লিখেছেন, 'ওহ! কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭-এফডিজেড (এ৭-বিএফএইচ) শিকাগো বিমানবন্দরের একটি খুঁটিতে ধাক্কা মারে। উল্লেখ্য,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad