দেশের সবচেয়ে বড় ঋণখেলাপি কারা?

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দেশের ইচ্ছাকৃত ঋণখেলাপি কারা? রাজ্যসভায় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভাগবত কে কারাড জানিয়ে দিলেন, মেহুল চোকসির গীতাঞ্জলি জেমস সবচেয়ে বড় ঋণখেলাপি। ২০২২ সালের মার্চ পর্যন্ত ইচ্ছাকৃত ঋণখেলাপির সংখ্যা ১০ হাজারের বেশি। ২০২০-২১ সালে সবচেয়ে বেশি ইচ্ছাকৃত ঋণখেলাপি হয়েছে। ২০২১-২২ সালে ২৭০০ জন উইলফুল ঋণখেলাপির ক্যাটাগরিতে এসেছিলেন। ২০১৮-১৯ সালে খেলাপির সংখ্যা ছিল ২২০৭ জন এবং ২০১৯-২০ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬৯ জন। আশ্চর্যের বিষয়, প্রথম ২৫ জন ঋণখেলাপির মধ্যে পলাতক হীরে ব্যবসায়ীমেহুল চোকসির গীতাঞ্জলি জেমস কোম্পানির নাম রয়েছে শীর্ষে। 
২০২২ সালের মার্চ মাস পর্যন্ত শীর্ষ ২৫ জন ঋণখেলাপির নামও জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। 
 গীতাঞ্জলি জেমস লিমিটেড, যা ব্যাংকগুলির কাছে ৭,১১০ কোটি টাকা ঋণী।
 ইরা ইনফ্রা ইঞ্জিনিয়ারিং-এ ৫,৮৭৯ কোটি টাকা ।
কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডে ৪,১০৭ কোটি টাকা। 
আরইআই এগ্রো লিমিটেডে ৩,৯৮৪ কোটি টাকা। 
এবিজি শিপইয়ার্ড লিমিটেডে ৩,৭০৮ কোটি টাকা।
 ফ্রস্ট ইন্টারন্যাশনালে ৩,১০৮ কোটি টাকা।
 উইনসাম ডায়মন্ডস অ্যান্ড জুয়েলারিতে ২,৬৭১ কোটি টাকা।
 রোটোম্যাক গ্লোবাল প্রাইভেট লিমিটেডে ২,৪৮১ কোটি টাকা।
 কোস্টাল প্রোজেক্টস লিমিটেডের কাছে ২,৩১১ কোটি টাকা এবং কুডোস কেমি ২,০৮২ কোটি টাকা বকেয়া রয়েছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad