দেড় হাজার টাকার জন্য ৩ খুন করে আত্মগোপন, ১৭ বছর পর র‍্যাবের হাতে গ্রেফতার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাংলদেশের কুমিল্লায় ২০০৭ সালে ঘটে যাওয়া সেই খুনের মামালায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী রাসেলকে গতকাল রোববার (২৮ আগস্ট) রাতে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। জানা গেছে, মাত্র ১৪০০ টাকার জন্য তিন ব্যবসায়ীকে খুন করে টাকা নিয়ে পালিয়ে যান নেওয়াজ শরীফ রাসেলকে (৩৭)। এ ঘটনায় করা মামলায় আদালত তার মৃত্যুদণ্ড দিলেও তাকে ধরা যায়নি সেসময়। তবে দীর্ঘ ১৭ বছর পর র‍্যাবের হাতে ধরা পড়লেন তিনি। গ্রেপ্তারকৃত নেওয়াজ শরীফ রাসেল কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং দক্ষিণপাড়া এলাকার সেলিম রেজার ছেলে। সোমবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন। তিনি আরও বলেন, ২০০৭ সালের ৬ জানুয়ারি কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে ১৪০০ টাকা ডাকাতি করার জন্য তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাটি র‍্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার নজরে আসে। আলোচিত এ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৮ আগস্ট রাতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করে ট্রিপল মার্ডার মামলায় দীর্ঘ ১৭ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নেওয়াজ শরীফ রাসেলকে গ্রেপ্তার করা হয়। মেজর সাকিব হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামি রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad