ইসরায়েলঃ নারী কারারক্ষীকে 'যৌনদাসী' হিসেবে ব্যবহার করা হয়েছে এমন অভিযোগের পর ইসরায়েলে তদন্তের নির্দেশ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ নারী কারারক্ষীদের 'যৌনদাসী' হিসেবে ব্যবহার করা হয়েছে এমন অভিযোগের পর ইসরায়েলে তদন্তের নির্দেশ দেওয়া হল। রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিড এই নির্দেশ দেন। জানা গেছে, গিলবোয়া কারাগারের এক প্রাক্তন মহিলা প্রহরী অভিযোগ করেছিলেন, তিনি তার উর্ধ্বতন অফিসারদের নির্দেশে এক ফিলিস্তিনি বন্দীর যৌন্দাসী হিসাবে কাজ করতে বাধ্য হন। ওই মহিলার আইনজীবী কেরেন বারাক, ইসরায়েলি চ্যানেলে এই খবরটি জানান। তিনি বলেন, তার মক্কেল মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন, তার উপযুক্ত চিকিতসা দরকার। প্রধানমন্ত্রী ইয়াইর লাপিড তার মন্ত্রিসভাকে বলেন, "এটা সহ্য করা যায় না যে একজন প্রহরী একজন সন্ত্রাসীর দ্বারা ধর্ষিত হয়। লাপিড বলেন, এটা অবশ্যই তদন্ত করতে হবে, আমরা ওই মহিলা প্রহরীকে সুবিচার দেব। এক বিবৃতিতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ওমর বারলেভ বলেন, 'কয়েক বছর আগে গিলবোয়া কারাগারে যে ঘটনা ঘটেছিল, তা ইসরায়েলি জনগণকে নাড়িয়ে দিয়েছে। "আমি প্রকাশিত সাক্ষ্যগুলি পড়েছি এবং আমি হতবাক," বারলেভ বলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad