সন্ত্রাসবাদীদের টার্গেটে তাজমহল? মোতায়েন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো, নিরাপত্তায় ব্যাপক রদবদল

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আর কয়েকদিন পরেই ভারত উদযাপন করতে চলেছে স্বাধীনতা দিবস।অমৃত মহোৎসবের কারণে ১৫ অগস্ট পর্যন্ত তাজমহলে পর্যটকদের বিনামূল্যে প্রবেশ করার অধিকার দেওয়া হয়েছে। ফলে পর্যটকদের সংখ্যা বাড়বে। এমনকি বিপুল সংখ্যক পর্যটকের স্মৃতিসৌধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক এই রকম এই সময়ে দেশের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, তাজমহলে জঙ্গি হামলার আশংকা রয়েছে।
ফলে, দর্শকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে একগুচ্ছ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ ছাড়াও নিরাপত্তার খাতিরে মোতায়েন করা হয়েছে কম্যান্ডোদেরও। এর আগে সিআইএসএফ কর্মীদের দুটি শিফটে যে নিরাপত্তা বলয় ছিল তাতে ১০০ জন কর্মী মোতায়েন করা হতো। এ বার তাজমহলে জওয়ানের সংখ্যা বেড়ে হয়েছে ১৮০। একই সঙ্গে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ৩৬ জন কমান্ডোকে আলাদা করে মোতায়েন করা হয়েছে। এই কম্যান্ডোরা তাজমহলের নির্দিষ্ট কিছু পয়েন্টে অবস্থান করে পর্যটকদের গতিবিধির উপর নজর রাখবেন। স্নিফার ডগের মাধ্যমে সকাল-সন্ধ্যা পুরো চত্বর জুড়ে চেকিং করা হবে। বম্ব ডিসপোজাল স্কোয়াডের পক্ষ থেকে লাগাতার চেকিং করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সিআইএসএফ-এর উচ্চ পদস্থ সূত্রে জানা গিয়েছে, তাজমহল থেকে আশপাশের এলাকাতেও নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। জানা গেছে, এতদিন মূল গম্বুজে আলাদা করে ২০০ টাকার টিকিট থাকায় সাধারণ পর্যটক সেখানে যেতেন না। এবার, ১৫ ই আগস্ট পর্যন্ত তাজমহলে প্রবেশ বিনামূল্যে করা হয়েছে, তাই সমস্ত পর্যটক মূল গম্বুজে যাবেন এবং শাহজাহান, মমতাজের কবরগুলি পরিদর্শন করবেন। এতদিন মূল গম্বুজে যাওয়া পর্যটকদের এএসআই-এর পক্ষ থেকে চেক করা হত, কিন্তু এবার সিআইএসএফ নিজেই দায়িত্ব নেবে। ১৫ ই আগস্টের ব্যাপক ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে, সিআইএসএফ পুরুষ পর্যটকদের ব্যাগ ইত্যাদি স্মৃতিসৌধের বাইরে এডিএ-নির্মিত লকারে রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মহিলা পর্যটকদের ব্যাগগুলি স্মৃতি সৌধ চত্বরেই তৈরি লকারে রাখার অনুমতি দেওয়া হয়েছে। সিআইএসএফ এসএসপি এবং এডিএ সহ-সভাপতিকে চিঠি লিখে অনুরোধ করেছে যে তারা যেন স্মৃতিসৌধ চত্বরের বাইরে লকারে ব্যাগগুলি রাখার জন্য সহযোগিতা করে।
যমুনাপাড় থেকেও প্রতিটি কার্যকলাপের উপর নজর রাখা হবে, তাজমহলের পিছনে যমুনাপাড় থেকে প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করা হবে। এ জন্য জল-পুলিশকে সতর্ক করা সমস্ত ওয়াচ টাওয়ারগুলিতে তিনটি শিফটে জওয়ান মোতায়েন করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad