শিক্ষক দিবসে বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুলে শীতল পানীয় জলের কিয়ক্স উদ্বোধন করলেন পি এইচ ই এর স্টান্ডিং কমিটির চেয়াম্যান বিধায়ক তপন দাশগুপ্ত

নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা শিক্ষক দিবস উপলক্ষে আজ বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুল প্রাঙ্গনে চালু হলো পরিশুদ্ধ শীতল পানীয় জলের কিয়ক্স। আর শিক্ষক দিবসে এই ছাত্রমুখী একটি কাজের উদ্বোধন করলেন পি এইচ ই এর স্টান্ডিং কমিটির চেয়াম্যান তথা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি এই প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরেই তীব্র গরমে ছাত্রীদের কষ্ট হচ্ছিল। তেষ্টা নিবারণের জন্য এই ঠান্ডা জলের কিয়স্ক তাদের খুব কাজে আসবে। জানা গেছে, এই বিদ্যালয়ে প্রায় ১২০০ ছাত্রী পড়ে। স্থানীয় একটি কোম্পানীর সহযোগীতায় এই কিয়স্ক, শিক্ষক দিবসের একটি বড় উপহার।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজাতা দত্ত মহাশয়া, পৌর প্রতিনিধি প্রিয়াঙ্কা দাস, মাইনোরিটি সভাপতি আক্তার রহমান ও অন্যান্য শিক্ষিকা শিক্ষা কর্মীবৃন্দ, সর্বোপরি ছাত্রীবৃন্দ।
জাতীয় শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে আয়োজিত শিক্ষক দিবসে ইটাচুনা চক্রের পান্ডুয়া হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, পোলবা চক্রের কুরবান নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, ও সদর পশ্চিম চক্রের অমরপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠান গুলিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, সঙ্গে ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিল্পা নন্দী সহ অন্যান্যরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad