মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদী, আদানির বিরুদ্ধে মামলা দায়ের

ভয়েস ৯, ওয়াশিংটনঃ দুর্নীতি এবং পেগাসাস স্পাইওয়্যার সহ বেশ কয়েকটি ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি এবং শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া আদালতে মামলা করেছেন এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক ডাঃ লোকেশ উয়ুরু। মামলায় নাম থাকা অন্যদের মধ্যে রয়েছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ক্লাউস সোয়াব। ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া এই সমস্ত নেতাদের পাশাপাশি আরও অনেককে সমন জারি করেছে। নিউ ইয়র্কের একজন বিখ্যাত ভারতীয়-আমেরিকান আইনজীবী রবি বাত্রা এটিকে "ডেড অন অ্যারাইভাল মামলা" বলে অভিহিত করেছেন। এই ভারতীয়-আমেরিকান ডাক্তার অভিযোগ করেছেন যে মোদী, রেড্ডি এবং আদানি সহ অন্যান্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে নগদ স্থানান্তর এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার সহ দুর্নীতিতে জড়িত ছিলেন। ২৪ শে মে মামলাটি দায়ের করা হয়েছিল। নিউ ইয়র্কের একজন বিখ্যাত ভারতীয়-আমেরিকান আইনজীবী রবি বাত্রা ভারতকে বদনাম ও অপমান করার জন্য, তিনি ৫৩ পৃষ্ঠার একটি অভিযোগ দায়ের করে সময়ের অপব্যবহার করেছেন এবং অন্য কিছু নয়। জানা গেছে,গত ২৪ মে মোদি, জগন ও আদানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রিচমন্ডের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ লোকেশ ভুয়ুরু। ডিস্ট্রিক্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া এই সমস্ত নেতাদের সমন জারি করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad