দুপুর ২ টো থেকে শুরু হবে পদযাত্রা, জোড়াসাকো থেকে, জেলাতেও প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ পুজো শুরু হতে এখনো ১ মাস বাকি, কিন্তু আজই রাজ্যজুড়ে দুর্গাপুজোর আমেজ ছড়িয়ে পথে নামছেন হাজার হাজার পুজো উদ্যোক্তারা, তাদের সঙ্গে পা মেলাবেন, একাদশ ও দ্বাদশ শ্রেণির স্কুল-পড়ুয়ারা। এই পদযাত্রায় থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী। ছাড়া এই মিছিলে থাকবেন বহু স্বেচ্ছাসেবী সংগঠন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই পদযাত্রায় অংশ নেবেন। পদযাত্রার শেষে মূল অনুষ্ঠান হবে রেড রোডে। তার প্রস্তুতি সারা। রেড রোদের অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গানের আসর। রাজ্যের দুর্গাপুজোকে বিশ্বজনীন হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়েই এই পদযাত্রার আয়োজন। আজ এ ব্যাপারে একটি টুইট করে মমতা ব্যানার্জী লেখেন, "দুর্গাপুজো এমন এক আবেগ, যা আমাদের একত্রিত করে তোলে।"দুপুর ২টো নাগাদ ে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হবে এই পদযাত্রা। কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে এই পদযাত্রা শেষ হবে রেড রোডে। উত্তর, দক্ষিণ, পূর্ব ও হাওড়া, মূলত এই ৪টি জোন থেকে পদযাত্রা আসবে। জেলাতেও এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রত্যেক বিধায়ক তার নির্বাচনী ক্ষেত্রে এই পদযাত্রার আয়োজন করছেন। থাকছেন স্থানীয় পুজো উদ্যোক্তা সহ মহিলাদের গোষ্ঠী গুলিও।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad