৩০ বছরের পুরনো ভুয়ো এনকাউন্টার মামলায় পাঞ্জাবের দুই পুলিশ অফিসারের যাবজ্জীবন কারাদণ্ড

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ৩০ বছর আগে হওয়া ভুয়ো এনকাউন্টার মামলায় পঞ্জাব পুলিশের দুই অফিসারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল পঞ্জাবের আদালত। ৩০ বছর আগে ভুয়ো সংঘর্ষে তিন যুবককে সন্ত্রাসবাদী বলে মেরে ফেলা হয়েছিল। পরিবারের সঙ্গে বাসে করে যাওয়ার সময় দুই যুবককে পুলিশ নামিয়ে দেয়। অন্য এক যুবককে ইতিমধ্যে সেখানে আটকে রাখা হয়েছিল এবং পরে তিনজনকেই একটি ভুয়া এনকাউন্টারে হত্যা করা হয়েছিল। গুরদাসপুরের অতিরিক্ত দায়রা বিচারক হরমিন্দর সিং রাইয়ের আদালত ৩০ বছরের পুরানো এই গুরুত্বপূর্ণ মামলায় ভুয়া এনকাউন্টার চালানোর জন্য দুই পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছেন। দোষীদের মধ্যে রয়েছেন তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর চানন সিং এবং ডেরা বাবা নানক পুলিশ স্টেশনে নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তারলোক সিং। এই মামলার অভিযোগকারী, কালানৌরের আলাওয়ালপুরের মহিলা লখবীর কৌর আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন। অভিযোগকারী জানান, ১৯৯৩ সালের ২১ মার্চ দুপুরের দিকে তিনি ছেলে বলবিন্দর সিংকে নিয়ে একটি বাসে করে ভোমা গ্রাম থেকে ফিরছিলেন। তাঁর পরিচিত ভিরসা সিং, তাঁর স্ত্রী সুখবিন্দর কৌর এবং তাঁর ছেলে বলজিন্দর সিং ওরফে লাটুও একই বাসে ভ্রমণ করছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad