সোমালিয়া: আল-শাবাব বিদ্রোহীদের হাতে কমপক্ষে ১৯ জন সাধারণ নাগরিক নিহত
8:01:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাবের বিদ্রোহীরা মধ্য সোমালিয়ায় রাতের অন্ধকারে সারিবদ্ধ গাড়ির উপর হামলা চালায়। এই হামলায় কমপক্ষে ১৯ জন অসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার দু সপ্তাহ আগে, আল-শাবাব রাজধানী মোগাদিশুর একটি হোটেলকে ৩০ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখে হামলা চালিয়েছিল। এতে ২১ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছিল। এবারে, এই বিদ্রোহী গোষ্ঠী বেলেদউইন ও ম্যাক্সাস শহরের মধ্যবর্তী একটি রাস্তায় যাত্রী-বোঝাই গাড়ির উপর হামলা চালায়। সংবাদ সংস্থা এ এফ পি জানাচ্ছে, শুক্রবার রাতে ওই রাস্তায় কমপক্ষে আটটি গাড়ি যাচ্ছিল। বিদ্রোহীরা তাদের বাধা দেয় এবং গাড়িগুলি পুড়িয়ে দেয়। এরপর শনিবার রাতে আফার-ইরদুদ গ্রামের কাছে যাত্রীদের হত্যা করে বিদ্রোহীরা।এখন পর্যন্ত ১৯ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আল-শাবাব এক বিবৃতিতে দাবি করেছে, তারা সরকারি বাহিনীক েসাহায্যকারী যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তাদের জন্য যারা সামগ্রী পরিবহন করছিল, তাদের হত্যা করেছে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহমুদ "নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হত্যার ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন।
Tags