আশ্রমের আড়ালে মধুচক্র? মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ‘গুরুদেব সাধু’কে গাছে বেঁধে গণধোলাই
8:43:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গতকাল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের আই প্লট এলাকার বিষ্ণুপুরেরএক ‘সাধুকে’ গাছে বেধে গণধোলাই দেয় এলাকাবাসীরা। অভিযোগ তিনি কৃষ্ণ সাধনার নামে গ্রামের বহু মহিলার সঙ্গে অশালীন আচরণ করতেন। গ্রামবাসীদের অভিযোগ, এই বিষ্ণুপুর গ্রামে হঠাত হাজির হন অমলেশ চক্রবর্তী ও তার দু’জন সাগরেদ কালিপদ সাউ ও রঞ্জন মাইতি। তারা সবাই মিলে ‘মহানমিস্থলি আশ্রম’ নামে একটি আশ্রম খুলে ফেলে। সেখানে নিয়মিত কৃষ্ণ ভজনা হত ও নানা ধর্মীয় অনুষ্ঠান হত। গ্রামের বহু মহিলা ও পুরুষের যাতায়াত ছিল ওই আশ্রমে। জানা গেছে, অভিযুক্ত অমলেস চক্রবর্তি নামে ওই ‘সাধু’ নিজেকে কৃশ্নের অবতার বলে পরিচয় দিয়ে অনেক মহিলাকে কু-প্রস্তাব দিত।
শেষ পর্যন্ত, ওই সাধুর গোপন কথা বেরিয়ে আসে গ্রামেরই এক তরুণীর মা ও মামার অভিযোগে। এরপর ঘটনা জানাজানি হতেই সাধুকে গাছে বেঁধে শুরু হয় গণধোলাই। পরে পুলিশ গিয়ে উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে ওই সাধু ও তাঁর দুই সাগরেদকে উদ্ধার করে আটক করে। তথাকথিত ওই ‘গুরুদেব’ জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। একটি ধর্মীয় প্রতিষ্ঠান ও তাঁর বিরুদ্ধে মিথ্যা বদনাম দিচ্ছে গ্রামের ওই পরিবার। পুলিশ বিষয়টি তদন্ত করছে।