১৪৪ ধারা জারি, জোরদার নিরাপত্তা নজরে সোশ্যাল মিডিয়া, বারাণসীর আদালতে আজ জ্ঞানবাপি মসজিদ মামলায় আদেশ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ জ্ঞানবাপি চত্বরে মা শৃঙ্গার গৌরির নিয়মিত দর্শন-পূজন চেয়ে করা পিটিশন রক্ষণাবেক্ষণযোগ্য কি না, তা নিয়ে বারাণসীর একটি আদালত আজ রায় ঘোষণা করবে। এর পরিপ্রেক্ষিতে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নজরে রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর যাতে কেউ কোনোভাবে উত্তেজনা ছড়াতে না পারে। মসজিদ চত্বরের বাইরে মা শৃঙ্গার গৌরির আরাধনা করার অধিকার চেয়ে ৪ জন হিন্দু মহিলা ভক্তের দায়ের করা পিটিশনের রক্ষণাবেক্ষণকে চ্যালেঞ্জ করে আঞ্জুমান ইন্তজামিয়া কমিটির দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad