এসএসসির সার্ভারে প্রার্থীদের নম্বর বদল করা হয়েছেঃ ফরেন্সিক রিপোর্ট হাইকোর্টে পেশ

নিজস্ব প্রতিনিধিঃ এস এস সির সার্ভারে প্রার্থীদের নম্বর বদল করা হয়েছে। গ্রুপ সি তে ৩,৪৮১ জনের করা হয়েছে এবং গ্রুপ ডিতে ২,৮২৩ জনের নম্বর বদল করা হয়েছে বলে আজ সিবিআই হাইকোর্টে ফরেন্সিক রিপোর্ট দাখিল করে বলেছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, হার্ড ডিস্ক ও সার্ভারে থাকা নম্বর বদল করা হয়েছে। হার্ড ডিস্ক পরীক্ষা করে দেখা গেছে, কেউ ১ নম্বর। কেউ বা ০ পেয়েছে। হাইকোর্টে সিবিআই জদাবি করেছে, অনেক শূন্য খাতাও জমা পড়েছিল। দেখা গেছে, যিনি একটিও প্রশ্নের উত্তর দেননি, তিনি পাশ করেছেন, আর জিনি দিয়েছেন, তিনি পাশ করতে পারেননি। আজ কোর্টে দাখিল করা ফরেনসিক রিপোর্টের ছত্রে ছত্রে বে-নিয়ম ধরা পড়েছে বলে জানা গেছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই ৫২, ৫৪ নম্বর পেয়েছেন। এরপর বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এই দূর্নীতির সঙ্গে যুক্ত কর্মরতরা যদি স্বেচ্ছায় পদত্যাগ করে তাহলে, আদালত ব্যবস্থা নেবে না, আর যদি না করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, যারা দূর্নীতি করে চাকরি পেয়েছিলেন, তাদের সকলের চাকরি যাবে। জানা গেছে, যারা যোগ্যতা মান পার হতে পারেনি, তাদের নম্বর পরিবর্তন করা হয়েছে সার্ভারে। কাজেই, আইনজীবীরা মনে করছেন, এই মামলায় এই ফরেন্সিক রিপোর্ট গুরুত্বপূর্ণ প্রমান হিসাবে কাজ করবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad