ইডির কাছে অর্পিতার লিখিত বয়ান কি পার্থর বিপদ বাড়াবে?

ভয়েস ৯, কলকাতাঃ এস এস সি দূর্নীতি কাণ্ডে অর্পিতা মুখার্জীর টালিগঞ্জের ডায়মন্ড সিটি ও বেলঘরিয়ার ক্লাব টাউনের ফ্ল্যাট থেকে যে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা এবং ৫ কোটি টাকার সোনার অলঙ্কার উদ্ধার হয়েছে, সেগুলি কোথা থেকে এলো, তার উত্তর দিতে পারবে একমাত্র পার্থ চট্টোপাধ্যায় কারণ, টাকা ও অলঙ্কারের মালিক তিনি নন। ঠিক এরকম বয়ান দিয়েছেন অর্পিতা ইডির কাছে। গতকালই এসএসসির দুর্নীতি কাণ্ডের প্রথম চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানেই এই সংস্থার পক্ষ থেকে অর্পিতার এই লিখিত বিবৃতির কথা বলা হয়েছে। অর্পিতা ইডির কাছে পার্থ চট্টোপাধ্যায়কে তার স্মপর্কিত মামা বলেছিলেন আর সেই সূত্রেই তিনি তার পাড়ার পুজোয় এসেছিলেন। যদিও অর্পিতার মা এই সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। অর্পিতাকে যখন এই বিপুল টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসা করেছিল ইডি, তিনি তাদের এই প্রশ্নের উত্তর সরাসরি দেননি। বরং এটা নিয়ে একটা অস্বচ্ছতা তৈরি হয়েছিল, কিন্তু লিখিত বয়ানে টাকা কার, সেটা অনেকটাই পরিষ্কার। সেই সময় টাকার মালিক যে পার্থ চট্টোপাধ্যায়, এ কথা একবারও বলেননি তিনি। বলেছিলেন, বলেছিলেন, মাঝে মধ্যে কয়েকজন এসে পার্সেল রেখে যেত। কিন্তু ওই ঘরে ঢোকার অধিকার তার ছিল না। কিন্তু, অর্পিতা ইডির কাছে দেওয়া লিখিত বয়ানে দাবি করেছেন নিজের এবং মায়ের নিরাপত্তার কথা ভেবেই সব তথ্য গোপন করেছিলেন তিনি। গত ৪ অগাস্ট তদন্তকারী আধিকারিকরা অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়েছিলেন। সেইসময় অর্পিতা নিজের বয়ান দেয়। ইডির চার্জশিটে আরও উল্লেখ করেছে, অর্পিতার ৩১ টি বিমা পলিসির বার্ষিক প্রিমিয়াম প্রায় দেড় কোটি টাকার। পার্থ চট্টোপাধ্যায়ের থেকে বাজেয়াপ্ত করা মোবাইল ফোন ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে দেখা গিয়েছে, অর্পিতার বিমার প্রিমিয়াম জমা দেওয়ার মেসেজ রয়েছে তাঁর ফোনে। তার সঙ্গে মিলে গিয়েছে ব্যাঙ্ক থেকে পাওয়া নথিও।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad