ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী

ঢাকা থেকে বিশ্বজিৎ মন্ডল 

রপ্তানির কারণে দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে বলে অভিযোগ তুলে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মাহমুদুল হাসান বাণিজ্য, মৎস্য ও প্রাণী সম্পদ, পররাষ্ট্র মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠান। বিজ্ঞপ্তিতে মাহমুদুল হাসান বলেন, ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু বর্তমানে ইলিশ মাছের দাম বেশি থাকায় বাংলাদেশের দরিদ্র মানুষ এই ইলিশ মাছ কেনার কথা ভাবতেও পারে না। অন্যদিকে দেশের মধ্যবিত্ত মানুষও এই ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। বাজারে প্রতি কেজি ইলিশের দাম গড়ে এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকা। এ ছাড়া সবচেয়ে সুস্বাদু ইলিশ হলো পদ্মা নদীর ইলিশ। বাজারে পদ্মার ইলিশের দাম গড়ে প্রতি কেজি ১২০০ থেকে ১৫০০ টাকা এবং বেশির ভাগ ক্ষেত্রেই বেশি।
নোটিশে তিনি বলেন, দেশের মানুষের চাহিদার কথা চিন্তা না করেই ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ভারতে ইলিশ রপ্তানির ফলে বাংলাদেশের স্থানীয় বাজারে ইলিশের দাম বেড়েছে। বাংলাদেশের বাজারদরের চেয়ে কম দামে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। বাংলাদেশ রপ্তানি নীতি 2021-24 অনুযায়ী, ইলিশ মাছ অবাধে রপ্তানিযোগ্য পণ্য নয়। জনস্বার্থ উপেক্ষা করে সম্পূর্ণ অন্যায়ভাবে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ সরকার চাইলে বিদেশিরাও ইলিশের স্বাদ উপভোগ করতে পারে, তবে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশন ‘ইলিশ উৎসব’ আয়োজন করতে পারে। যেখানে বিদেশিদের বাংলাদেশে ভ্রমণ ও ইলিশের স্বাদ উপভোগ করার আমন্ত্রণ জানানো হবে। এমনকি আসন্ন দুর্গাপূজার সময় ইলিশের স্বাদ উপভোগ করতে ভারতীয়দের বাংলাদেশে ভ্রমণের আমন্ত্রণ জানানো হতে পারে। মাহমুদুল হাসান জানান, এই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধ করতে অনুরোধ করা হয়েছে, অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad