এই মাস থেকে কারা আর পাবেন না 'লক্ষ্মীর ভাণ্ডারের' টাকা

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাস থেকে এই রাজ্যের বহু মহিলাই 'লক্ষীর ভান্ডারের' ৫০০ বা ১০০০ টাকা আর পাবেন না। কিন্তু কেন পাবেন না? যাদের লক্ষীর ভান্ডারে এতদিন টাকা আসতো, তাদের সকলের জন্য বেশ কিছু নিয়ম মানতে হত। যারা এখনো এই নিয়ম মানছেন না, তাদের ‘লক্ষীর ভান্ডার’ বন্ধ হতে শুরু করেছে। কারণ এই প্রকল্পে স্বচ্ছতা য়ানতে এই কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। 

 এই মাস থেকে কারা আর 'লক্ষ্মীর ভাণ্ডারের' টাকা পাবেন না-


 ১. যে সকল মহিলা রাজ্য সরকারের অন্যান্য আর্থিক ভাতার সুবিধা নিয়েও এই প্রকল্পের আওতায় নাম লিখিয়েছেন। 
 ২. সরকারি চাকরি করেও যারা এই প্রকল্পে নিজেদের নাম লিখিয়েছেন। 
 ৩. বহু সাধারণ শ্রেণীর মহিলাই বেশি টাকা পাওয়ার লোভে নিজেদের ওবিসি অথবা অন্য কোন শ্রেণীর বলে ভুয়ো তথ্য দিয়েছেন। 
 ৪. বয়স ২৫ বছর না হলেও জাল সার্টিফিকেট ব্যবহার করে যারা এই প্রকল্পের আওতায় নাম লিখিয়েছেন। 
 ৫. একজন মহিলার এই প্রকল্পের আওতায় দু’তিনটি অ্যাকাউন্ট থাকলে। 
 ৬. নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন। 
 ৭. ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও যারা কেওয়াইসি সম্পূর্ণ করেননি। তারা যতদিন না কেওয়াইসি পূরণ করছেন ততদিন আর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad