হলুদ তরমুজ চাষে সফলতা

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার এক চাষি অসময়ের তরমুজ চাষ ব্যাপক সাড়া ফেলেছে । মাছের ঘেরের পাড়ে মাচায় এ তরমুজের চাষ করা হয়েছে। ফলনও হয়েছে ভালো। মাত্র দুই মাসে উৎপাদন ও দাম ভালো হওয়ায় খুশি কৃষকেরা। কৃষি বিভাগ বলছে, এই তরমুজ চাষে অনেকে আগ্রহী হয়ে উঠছেন এবং পরামর্শ নিচ্ছেন। তরমুজ সাধরানত গ্রীষ্মকালীন ফল হলেও শীতকাল বাদে এখন দেশের বিভিন্ন স্থানে বছরজুড়ে চাষ হচ্ছে। নড়াইলে অসময়ের এই তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন কালিয়া উপজেলার কৃষকরা। বিভিন্ন মাছের ঘেরের পাড়ে মাচা পদ্ধতিতে তরমুজের আবাদ করেছেন তারা। কৃষকরা বলছেন, বীজ রোপনের ত্রিশ দিনের মধ্যে ফুল ও ফল আসে। আর দুই মাসের মধ্যে ফল বিক্রির উপযোগী হয়। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, জেলায় প্রথম উচ্চ ফলন শীল ফসল হিসেবে এই তরমুজের চাষে সাফল্য এসেছে। ফলে এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠেছে। এই তরমুজ চাষে হেক্টর প্রতি খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। আগামীতে বৃহত্তর পরিসরে এ তরমুজের আবাদ হবে বলে আশাবাদী কৃষকরা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad