তারকেশ্বর সেবাপীঠ সোসাইটি পরিচালিত তারকেশ্বর নার্সিং স্কুলে পালিত হলো শিক্ষক দিবস

নিজস্ব প্রতিনিধিঃ তারকেশ্বর সেবাপীঠ সোসাইটি পরিচালিত তারকেশ্বর নার্সিং স্কুলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের শুভ জন্মদিন তথা শিক্ষক দিবস। এই অনুষ্ঠানে অংশগ্রহন করে তারকেশ্বর সেবাপীঠের নার্সিং ছাত্রীরা। এইচ এন এম ও জি এন এম এর তিনটি বর্ষের ছাত্রীদের উদ্যোগে পালিত হয় শিক্ষক দিবস। গান, কবিতা পাঠ, নৃত্যের মাধ্যমে ছাত্রীরা দিনটিকে এক উৎসবের মাত্রা দেয়। আজকের এই শিক্ষক দিবসে উপস্থিত ছিলেন শিক্ষক ডা. অনিমেষ চক্রবর্তী, ডা. হৃদয় কুমার মাল, ডা. তন্ময় বারিক, ডা. ব্রততী পাল, সিস্টার শঙ্করী ভঞ্জ। উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক সন্দীপ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিল জি এন এম এর প্রথম, দ্বিতীয় বর্ষের ছাত্রীরা। এইচ এন এম এর ছাত্রীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহন করে।
সন্দীপবাবু জানান, নার্সিং কোর্সের ক্ষেত্রে তারকেশ্বর সেবাপিঠ সোসাইটি এমন একটি নাম, যেখান থেকে তিন বছরের জি এন এম কোর্স করে বহু ছাত্রী আজ প্রতিষ্ঠিত। কলকাতা ও মফস্বলের বহু নামী হাসপাতাল ও কর্পোরেট হাসপাতালে এখানকার বহু ছাত্রী নার্স হিসাবে কর্মরত। এছাড়া, এখান থেকে যারা এইচ এন এম কোর্স করেছেন, তাদের অনেকেই আজ প্রতিষ্ঠিতা। কারণ, এই প্রতিষ্ঠান শুধু কোর্স করিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে না। তাদের প্লেসমেন্টের ব্যবস্থাও করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad