সমাজে অন্যায়, ব্যাভিচারের বিরুদ্ধে ছাত্রদের লড়তে হবে, এস এফ আই সমবেশে বিমান বসু
3:56:00 PM
0
ভয়েস ৯,কলকাতাঃ "বামফ্রন্টের আমলে চিরকূট দিয়ে চাকরি হয়নি। সিগারেটের প্যাকেটে লিখে চাকরি হতো। ১৯৭৩ সালে এটা হতো। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সময়ে, বামফ্রন্টের সময়ে এসব হয়নি, যা আজ হচ্ছে। আমার ৮২ বছর বয়সে এতো নোটের পাহাড় দেখিনি।“ এস এফ আই এর সমবেশে বলেন বিমান বসু। তিনি অনুব্রত মন্ডলের মেয়ের প্রসঙ্গে বলেন, ভবিষ্যতে কেউ মেয়ের নাম সুকন্যা রাখবে না, সে তার বাবার জন্য কুকন্যা হয়ে গেছে। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, সমাজে যে অন্যায়, ব্যাভিচার চলেছে, তার বিরুদ্ধে ছাত্রদের লড়তে হবে।