ভারতে আজ ৪ দিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভয়েস ৯ নতুনদিল্লি নিউজ ডেস্কঃ আজ দিল্লিতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ৪ দিনের এই সফরে একগুচ্ছ আলাপ-আলোচনা হবে প্রম্নত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রায় ৩ বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর। ঢাকা থেকে সংবাদ ভয়েস ৯ এর প্রতিনিধি জানাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। স্থানীয় সময় দুপুর ১২টায় নয়াদিল্লির পালাম বিমান বন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। আজ দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগাহ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিত মন্ডল। তিনি জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর এই সফরে গুরুত্ব পাবে অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা। দিল্লি ও ঢাকার পারস্পরিক আলোচনায় পানি ব্যবস্থাপনা ও পানি ভাগাভাগির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত ও বাংলাদেশ ৫৪টি নদী ভাগাভাগি করে নিয়েছে। দুই দেশ এই নদীগুলির মধ্যে সাতটিকে সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে জল-ভাগাভাগি করার জন্য স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে, নতুন দিল্লি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি জানাচ্ছেন,আগামীকাল ৬ সেপ্টেম্বর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক আলোচনা হবে। এএছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে যে বেশ কয়েকটি মউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর তিনি রাজস্থানের খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফ, আজমির শরীফ দরগাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বশেষ ২০১৯ সালে ভারতে এসেছিলেন। ২০২১ সালে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ৫০ তম বছরে প্রবেশের পরে এই ফরটি তার প্রথম সফর হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad