‘দুয়ারে রেশন’ প্রকল্প খারিজ! কলকাতা হাই কোর্ট

ভয়েস ৯, কলকাতাঃ দিল্লিতে কেজরীওয়ালের যে হাল হয়েছিল, কলকাতায় মমতা সরকারকেও সেই পথের পথিক হতে হল। বিশ্বম্ভর বসুর দায়ের করা একটি মামলার রায় দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন জানিয়ে দিল, পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে রেশন প্রকল্প ২০১৩-এর জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বিরোধী। কাজেই নির্বাচনে জিতে মমতা সরকার বাড়িতে বাড়িতে রেশন পৌছে দেওয়ার জন্য যে 'দুয়ারে রেশন প্রকল্প' চালু করেছিল, তা মাঝপথেই থেমে যেতে বসেছে। কারণ ডিভিশন বেঞ্চের জানিয়ে দিয়েছে, আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। 
এর আগে ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা৷ এর পর সেই মামলা ডিভিশন বেঞ্চে যায়। এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন দাশের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি৷ দুয়ারে রেশনকে বেআইনি বলে রায় দেয় উচ্চ আদালত। 
এই প্রকল্প চালু হওয়ার আগে,  দুয়ারে রেশন প্রকল্প নিয়ে ডিলারদের মধ্যে ব্যপক ক্ষোভ দেখা গিয়েছিল। রেশন ডিলারদের সংগঠনের তরফে দাবি করা হয়েছিল এই প্রকল্পের জন্য তাদের অতিরিক্ত ৪১৬৮০ টাকা খরচ হবে। সেই টাকার হিসাবে তারা বলেছিল গাড়ির চালক ১২ হাজার টাকা। সহকারীর জন্যে ১০ হাজার টাকা। জ্বালানি বাবদ ২৫০০ টাকা। গ্যারাজ বাবদ ১৫০০ টাকা। রক্ষণাবেক্ষণের জন্যে ২০০০ টাকা। রোড ট্যাক্স বাবদ ৬০ টাকা। বিমা বাবদ ১০০০ টাকা। দূ্ষণ রোধে ২০ টাকা৷ ইএমআই বাবদ ১২৬০০ টাকা। তাই রেশন ডিলার সংগঠন 'দুয়ারে নয় দোকানে রেশন' নিয়ে প্রচার শুরু করেছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad