দুর্গাপুজো: দিন ও রাতে মেট্রোরেল চলাচলের সময়সূচি

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দুর্গাপুজোর দিন ও রাতে মেট্রোরেল চলাচলের সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি দিল মেট্রো রেলওয়ে কলকাতা। উত্তর-দক্ষিণে মহাপঞ্চমী এবং মহাষষ্ঠীতে চলবে ২৮৮টি মেট্রো। মহাসপ্তমী, মহাষ্টমী এবং মহানবমীতেও একাধিক মেট্রো পরিষেবা দেওয়া হবে। ওই তিন দিন বেলা একটা থেকে চলবে প্রথম মেট্রো। শেষ মেট্রো দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ভোর চারটে নাগাদ ছাড়বে। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে ভোর চারটে নাগাদ।
দিনে চলবে ২৮৮টি মেট্রো। ১৪৪টি আপ এবং ১৪৪টি ডাউন মেট্রো। 
সকাল আটটা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত মিলবে ট্রেন। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ ট্রেন ছাড়বে রাত ১০.৩৮ মিনিট নাগাদ। দমদম থেকে কবি সুভাষ শেষ ট্রেন মিলবে রাত ১০.৫০ মিনিট নাগাদ। পুজোর তিন দিন ২৪৮টি মেট্রো চালানো হবে। বেলা একটা থেকে প্রথম মেট্রো চালু হবে। ভোর পাঁচটা পর্যন্ত মিলবে পরিষেবা। বিজয়া দশমীর দিন মোট ২৩৪টি মেট্রো চালানো হবে। বেলা একটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে।
 ইস্ট-ওয়েস্ট মেট্রো মহাসপ্তমী, মহাষ্টমী এবং মহানবমীতে ২০ মিনিট অন্তর মোট ৭২টি মেট্রো চালাবে। বেলা ১১.৫৫ থেকে মধ্যরাত পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ প্রথম ট্রেন পাওয়া যাবে ১১.৫৫ মিনিট নাগাদ। শেষ মেট্রো ছাড়বে রাত ১১.৩৫ মিনিট নাগাদ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad