রাশিয়ায় স্কুলে বন্দুকবাজের হামলায় ১৩ জনের মৃত্যু, আহত ২০, আত্মঘাতী বন্দুকবাজ

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ আজ রাশিয়ার ইজহেভস্ক শহরের একটি স্কুলে ভয়াবহ গুলি বর্ষণে সাত ছাত্রসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে পুলিস সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে দুজন শিক্ষক ও দুজন নিরাপত্তা রক্ষীও রয়েছেন। ইউরাল অঞ্চলে একটি শহরের ৮৮ নং স্কুলে এই ঘটনা ঘটে। রাশিয়ার প্রেসিডেন্ট এই ঘটনাকে অমানবিক বলে অবিহিত করেছেন। সরকারী সূত্রে জানা গেছে, বন্দুকধারী আত্মহত্যা করেছে। ওই বন্দুকধারী নাৎসি প্রতীকযুক্ত একটি স্কি মাস্ক এবং টি-শিট পরেছিল। 
স্কুল  প্রশাসন জানিয়েছে, বন্দুকবাজের হামলার পরই ছাত্র ও শিক্ষকদের বের করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এক সংসদ সদস্য বলেন, 'বন্দুকধারীর হাতে দুটি প্রাণঘাতী পিস্তল ছিল। রাশিয়ার গণমাধ্যমগুলো এমন একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে, স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। কিছু ফুটেজে ক্লাসরুমের মেঝেতে রক্ত এবং একটি জানালায় বুলেটের  ছিদ্র দেখা যায়, শিশুরা ডেস্কের নীচে হাঁটু গেড়ে বসে আছে দেখা যায়। ওই রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত শোক ঘোষণা করা হয়েছে।
উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালোভ এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় বন্দুকধারী স্কুলে প্রবেশ করে স্কুলের দুই প্রহরী ও কিছু শিশুসহ ১৩ জনকে হত্যা করেছে। আহত ২০ জনের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
জানা গেছে, গুলি চালনার সময় যে স্কুলে প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিশুদের পড়ানো হত, সেই স্কুলটি খালি করে দেওয়া হয় এবং এর আশেপাশের এলাকা পুলিশ ঘিরে রাখে। তবে বর্তমানে পুলিশ বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে, একটি সূত্র জানাচ্ছে, ১৯ বছর বয়সী ওই বন্দুকধারীকে প্রাক্তন ছাত্র হিসাবে চিহ্নিত করা হয়েছে।

গত বছরের মে মাসে তাতারস্তানের কাজানে একটি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটে, যার ফলে সাত জন শিক্ষার্থী ও দুই শিক্ষকের মৃত্যু হয়।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad