কুলুতে নিখোঁজ চার বাঙালি ট্রেকারের সন্ধান পাওয়া গেছে; চলছে উদ্ধার অভিযান

প্রতীকি ছবি

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ পশ্চিমবঙ্গের চার ট্রেকারের সন্ধান পাওয়া গেছে। গত ৭ সেপ্টেম্বর থেকে তারা নিখোঁজ ছিলেন। মাউন্ট আলি রত্নী টিব্বা (৫৪৫৮-মি) ট্রেকিং করতে গিয়ে তারা হারিয়ে যান বলে জানা গেছে। ওই টিমের দুই সদস্য ও একজন রাঁধুনি মানালির কাছে ওয়াচেমে ফিরে আসেন এবং কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। এরপর শুরু তাদের সন্ধানে অভিযান। 
স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এসডিএমএ) ডিরেক্টর সুদেশ কুমার মোক্তা জানিয়েছেন, অভিজিত বনিক (৪৫), চিন্ময় মণ্ডল (৪২), দিভাশ দাস (৩৯) এবং বিনয় দাস (৩২) নামে চার ট্রেকারের সন্ধান পেয়েছে ভারতীয় বায়ুসেনার হেলি-অপারেশন। কুলু জেলার মাউন্ট আলি রত্নী টিব্বা (৫৪৭০ মিটার) যাওয়ার সময় তারা নিখোঁজ হয়ে যান। রবিবার সকালে ৬ জন আধিকারিককে নিয়ে ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছিল। 
শনিবার সকালে নিখোঁজ ট্রেকারদের খোঁজে উদ্ধারকারী দল পাঠিয়েছিল অটলবিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টস (এবিআইএমএস), মানালি। মোক্তা বলেন, জেলা প্রশাসন আইএসএটি ফোনের পাশাপাশি পুলিশ, অভিমাস ও শিব রেসকিউ এজেন্সির ২০ জন কর্মী নিয়ে দুটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করে। তিনি আরও বলেন, সব ট্রেকাররা নিরাপদে আছে এবং রাতের মধ্যে তাদের বেস ক্যাম্পে পৌঁছে যাবে এবং সেখানেই থাকবে এবং সোমবার সকালে এসএআর দলের সাথে ফিরে আসবে। 
অন্যদিকে, রাজ্য সরকার উচ্চ-উচ্চতার ট্রেকগুলিতে ট্রেকিং এর উপর বিধিনিষেধ আরোপ করেছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad