সিএসসিই’র মতো রাজ্য বিদ্যুৎ পর্ষদ কি এবার মাসে মাসে বিল চালু করবে?

রজত রায়ঃ বিষয়টা এখনো প্রাথমিক স্তরে থাকলেও, নিকট ভবিষ্যতে রাজ্যের বিদ্যুত-গ্রাহকদের হয়তো তিন মাসের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল দিতে হতে পারে। গতকাল বিধানসভায় এ রকম ইঙ্গিত দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বিষয়টি উত্থাপন করেন এক বিধায়ক। তার প্রস্তাব ছিল, তিন মাস অন্তর বিলের পরিবর্তে এক মাস অন্তর বিল দেওয়া হোক। সেই প্রস্তাব প্রসঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে সাধারণ গ্রাহকদের মতামত নিয়েছিল বিদ্যুৎ দপ্তর। এ ব্যাপারে গ্রাহকদের মত দু রকম, কেউ মাসিক বিলের পক্ষে, কেউ বিপক্ষে। তিনি বলেন, সমগ্র বিষয়টি ভালোভাবে দেখে বিচার করা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, বিদ্যুৎ মন্ত্রী জানান, বিদ্যুৎ চুরি রুখতে বিধায়কদেরও সক্রিয় ভূমিকা নিতে হবে। মানুষকে সচেতন করতে হবে। মানুষ সচেতন না হলে এই চুরি ঠেকানো কঠিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad