ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রাজধানী সংলগ্ন জেলা বড়বাঙ্কির সিরোলিগাউসপুরে অবস্থিত হান্ড্রেড সায়া হাসপাতালের। জানা গেছে, কামোলি গ্রামের বাসিন্দা বিজয় রাওয়াত তার দেড় বছরের ভাগ্নী পরীকে নিয়ে সিরোলিগাউসপুরে সায়া হাসপাতালে এসেছিলেন। মেয়েটির গলায় একটি ভুট্টা দানা আটকে গিয়েছিল। অভিযোগ যেখানে ডাক্তার ধর্মেন্দ্র গুপ্ত রাতের দায়িত্বে থাকলেও তাকে পাওয়া যায় নি। ফলে, সময়ে চিকিত্সা না পাওয়ায় ওই শিশুটি মারা যায়।
এক ঘন্টা পরে, মাতাল অবস্থায় ওই ডাক্তার এসে মৃতার মা সুনিতাকে আরও একটি কন্যা সন্তানের জন্ম দিতে বলেন। যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে
পরে পরিবারের সদস্যরা গ্রামবাসীদের কাছে সমস্ত ঘটনা জানালে কিছুক্ষণের মধ্যে, গ্রামবাসীরা সেখানে পৌঁছে এই ব্যাপারে প্রতিবাদ জানাতে থাকেন। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। গ্রামবাসীরা ওই ডাক্তারকে পরীক্ষা করতে বলেন। কিন্তু এখনও অবধি তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়নি।