বাংলাদেশঃ দীর্ঘদিন পর প্রকৃতির টানে সুন্দরবনে দর্শনার্থীরা

সুন্দরবন, বাংলাদেশ থেকে বিশ্বজিৎ মন্ডল 

 দীর্ঘ তিনমাস প্রবেশ বন্ধের পর উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ছুটছেন দর্শনার্থীরা। দীর্ঘদিন পরে সুন্দরবনে আসতে পেরে খুশি তারা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই সুন্দরবনের করমজলে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় । সকাল ১১টা পর্যন্ত অন্তত ১০টি ট্যুরিস্ট বোর্ডে দর্শনার্থীরা করমজলে পৌঁছেছেন।  ঘুুরতে আসা এক দর্শনার্থী বলেন, অনেকদিন ধরে পরিকল্পনা ছিল সুন্দরবনে আসবো। কিন্তু গণমাধ্যমে জানতে পারলাম ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবন বন্ধ থাকবে। তাই আসতে পারিনি। অবশেষে গতকাল (বুধবার) রাতে এসে মোংলা একটি হোটেলে উঠেছি। সকালেই করমজলে আসলাম বন্ধুদের নিয়ে। খুব ভাল লাগছে।
মোংলার ট্যুরিস্ট বোর্ড মালিক রুবেল হোসেন বলেন, তিনমাস বেকার ছিলাম। এই সময় যেমন আয় করতে পারিনি, তেমনি হতাশাও কাজ করেছে। এখন সুন্দরবন উন্মুক্ত হয়েছে। এখন পদ্মাসেতু উন্মুক্ত হয়েছে। যার ফলে ঢাকা থেকে একদিনে এসেই সুন্দরবন ঘুরে ঢাকায় ফিরে যেতে বাড়বেন। এজন্য সুন্দরবনে দর্শনার্থী বাড়বে বলে মনে করছি। সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, প্রজনন মৌসুম হওয়ায় তিনমাস সুন্দরবনে প্রবেশ বন্ধ ছিল। এই সময় সুন্দরবনে শুধু দর্শনার্থী নয়, মাছ-গোলপাতা ও মধু আহরণও বন্ধ ছিল। যার কারণে সুন্দরবনের প্রাণ প্রকৃতি নিজেদের মত বেড়ে উঠেছে।
উন্মুক্ত হওয়ায় সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে সুন্দরবনে দর্শনার্থীরা আসছেন। ১১টা পর্যন্ত অন্তত ১০টি ট্যুরিস বোডে শতাধিক দর্শনার্থী করমজলে এসেছে। আশা করি, বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীও বাড়বে। শুক্রবার যেহেতু ছুটির দিন, সেক্ষেত্রে আরও বেশি দর্শনার্থী আসার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad