কটকের নেমালের পবিত্র বটগাছের (মহাকালপাবাটা) সব পাতা ঝড়ে যাওয়ায় ভক্তমহলে ‘অলৌকিক আতঙ্কের ছায়া

ভয়েস ৯, ওডিশাঃ যে পবিত্র গাছ ঢেকে থাকত শ্যামল পত্রে, কটকের সেই নেমালের অচ্যুতানন্দ মন্দিরের পবিত্র (মহাকালপাবাটা) বটগাছ থেকে হঠাৎ সব সবুজ হারিয়ে গেছে। যে গাছটা সজীব, সবুজ ছিল, তা আচমকাই ফ্যাকাশে এবং প্রাণহীন হয়ে পড়েছে। গত তিন দিন ধরে ঝরে পড়েছে তার সব সবুজ পাতা। আর এই অদ্ভুত ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভক্তমহলে। তারা এই ঘটনার পিছনে কোন অলৌকিক আতঙ্কের আশঙ্কা করছেন। 
ভক্তরা মন্দির প্রশাসনের সঙ্গে দেখা করে তাদের আতঙ্কের কথা জানিয়েছেন। তারা ভয় পাচ্ছেন, খারাপ কিছু একটা ঘটতে চলেছে। এইভাবে আচমকা পাতা ঝরে পড়াটা তাদের চোখে অস্বাভাবিক কিছ ইঙ্গিত। 
এ ব্যাপারে মহন্ত (প্রধান) তাদের বলেছিলেন, এটি অনিবার্য সর্বনাশের চিহ্ন আর এটার জন্য দায়ী মানুষরাই। একজন ভক্ত বলেন, "এটির মাধ্যমে অচ্যুতানন্দজী বোঝাতে চাইছেন পৃথিবী শেষ হয়ে গেছে এবং তিনি সবকিছু পুনরায় নতুন করে তৈরি করবেন। এই বটগাছ সহ প্রতিটি গাছ বর্ষার সময় সবুজ হয়ে যায়, কিন্তু এই বছর এটি ঠিক বিপরীত। "
 এ ব্যাপারে স্থানীয় উদ্যানপালন বিভাগ ভক্তদের এই ‘অ্যাপোক্যালিপস’ তত্ত্বকে উড়িয়ে দিয়ে বলেছেন একটি নির্দিষ্ট ধরণের কীটপতঙ্গ (ক্যাটারপিলার) সংক্রমণের ফলে এই ঘটনা ঘটেছে। সাংবাদিকদের সাথে কথা বলার সময়, উদ্যানপালন বিভাগের এক আধিকারিক হেমন্ত কুমার সামাল বলেন, "এটি শুঁয়োপোকার আক্রমণ। এরা পাতা থেকে রস চুষে পাতাকে শুকনো করে ফেলে, ফলে, পাতা ঝরে পড়ে। এক্ষেত্রেও সেটাই ঘটেছে। আমরা কীটনাশক স্প্রে করছি। শীঘ্রই গাছে পাতা গজাবে।“ 
জানা গেছে, আপাতত ওই জায়গায় সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এবং ভক্তদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad