সুন্দরবনে ঘুরতে এসে এক পর্যটকের মৃত্যু

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ সুন্দরবনে ঘুরতে গিয়ে করমজল পর্যটন স্পটে যাওয়ার পথে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গা থেকে ৩৫ পর্যটকের একটি দল রওনা হয়ে রাতে মোংলায় পৌঁছে। সোমবার (৩১ অক্টোবর) সকালে ট্রলারে সুন্দরবনের করমজল পর্যটন স্পটে যাওয়ার পথে হঠাৎ মিন্টু কাজী (৪০) নামে এক পর্যটক অসুস্থবোধ করেন। পরে মোংলা উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
মিন্টু কাজী খুলনার সোনাডাঙ্গা এলাকার দেলোয়ার কাজীর ছেলে। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন বলেন, ‘হাসপাতালে আনার আগেই মিন্টুর মৃত্যু হয়েছে। প্রাথমিক নমুনা দেখে মনে হয়েছে স্ট্রোকের কারণেই তিনি মারা যান।’ সফরসঙ্গীরা জানায়, মিন্টুসহ আমরা ৩৫ পর্যটক সুন্দরবন দেখতে এসেছিলাম। সকালে করমজল পর্যটন স্পটে যাওয়ার পথে শরীর প্রচণ্ড ঘেমে অসুস্থ হয়ে পড়ে মিন্টু। প
রে সুন্দরবন না দেখেই মিন্টুকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ জানান, চিকিৎসকের বক্তব্য অনুযায়ী মিন্টু স্ট্রোকের কারণে মৃত্যুবরণ করেন। এছাড়া পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মরদেহ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad